কার্ড ও অনলাইনে যুক্তরাষ্ট্রের ভিসা ফি

১৮ ডিসেম্বর, ২০১৯ ১১:১০  
বাংলাদেশীদের জন্য ভিসা আবেদ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করলো যুক্তরাষ্ট্র দূতাবাস। ফলে অনলাইনে আবেদনের পাশাপাশি এখন থেকে নগদ টাকা ছাড়াও ব্যাংক কার্ড বা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ভিসা আবেদন ফি পরিশোধ করা যাবে। মঙ্গলবার থেকে এই সুবিধা চালু করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাস। আর নগদ টাকার পাশাপাশি এমন বিকল্প ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসন। এদিকে দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভিসা প্রক্রিয়াকে আরও আধুনিক, সুরক্ষিত এবং সহজ করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর সবগুলো ক্যাটেগরি মিলিয়ে ২৫ হাজার বাংলাদেশি যুক্তরাজ্যের ভিসা পেয়েছে। যা তার আগের বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। আর আবেদন পাওয়ার ১৫ দিন বা তার কম সময়ের মধ্যে ৮৫ শতাংশের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানায় যুক্তরাজ্য দূতাবাস।